হোম > বিনোদন > বলিউড

ব্রিটিশ পার্লামেন্টের সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত করণ জোহর

বিনোদন ডেস্ক

এ বছরই পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন বলিউড নির্মাতা করণ জোহর। তাঁর এই মাইলফলকের জন্য সম্মাননা জানাল ব্রিটিশ পার্লামেন্ট। এ সম্মাননার সংবাদ ভারতীয় সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল। গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় করণ জোহরের হাতে। সেই গর্বিত মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন করণ জোহর, প্রথমটিতে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ফ্রেমবন্দী প্রশংসাপত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর অন্যটিতে পুরস্কার গ্রহণের মুহূর্তে ফ্রেমবন্দী হয়েছেন। এই বিশেষ দিনে কালো রঙের ফরমাল পোশাকে দেখা মিলল ধর্মা প্রোডাকশনের কর্ণধারের।

ভারতীয় সিনেমায় করণের অবদানের জন্যই সম্মানিত হলেন তিনি। যদিও করণের কথায়, তিনি এই সম্মানের ‘যোগ্য’ নন। তবে বহির্বিশ্বে হিন্দি সিনেমার জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে করণ জোহরের অবদান অনস্বীকার্য।

পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত করণ। কাকতালীয়ভাবে মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে পরিচালক করণের পরবর্তী সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার। করণ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজকের দিনটা আমার জন্য খুব বিশেষ! আমি সত্যিই অনেক সৌভাগ্যবান যে ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এই সম্মান পেয়েছি। লেস্টারের ব্যারোনেস ভার্মা আমাকে এই স্বীকৃতি প্রদান করেছেন। একদিকে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ২৫ বছর পূর্তি সেলিব্রেট করছি, আর আজ রকি অউর রানি কি প্রেম কাহানির টিজারও সামনে এসেছে।’

করণ আরও বলেন, ‘আজকের দিনটা এমন একটা দিন, যখন আমি নিজেকে চিমটি কাটছি, উপলব্ধি করছি হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়। সকলকে ধন্যবাদ আমার এই দীর্ঘ সফরে অকৃত্রিম এই ভালোবাসার জন্য। আমি শপথ নিচ্ছি, আরও অনেক (ভালো) কিছু অপেক্ষা করছে।’

ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এই সম্মান পেয়ে শুভেচ্ছা বার্তায় ভাসছেন করণ জোহর। প্রীতি জিনতা, শাবানা আজমি, রণবীর সিং, শ্বেতা বচ্চন সকলেই শুভেচ্ছা জানিয়েছেন করণকে। টাইগার শ্রফ লিখেছেন, ‘অভিনন্দন গুরুজি’। সোনি রাজদানের কথায়, ‘তুমি এই সম্মানের যোগ্য, অনেক অভিনন্দন’।

শিগগিরই দীর্ঘ বিরতির পর পরিচালকের আসনে ফিরছেন করণ। তাঁর নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। এ ছাড়া সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। আছেন টালিউডের টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। আগামী ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম-১৮ ও ধর্মা প্রোডাকশন।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন