সামনের দিনগুলোতে প্রেক্ষাগৃহের জায়গা দখল করে নেবে ওটিটি প্ল্যাটফর্ম। তাই ওটিটি কনটেন্টের যাচাই বাছায়ের প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেকেই। আপত্তিকর বিষয় গুলোর জন্য সেন্সরের প্রয়োজন বলে মনে করেন বলিউড ভাইজান, সালমান খান। সম্প্রতি এক অনুষ্ঠানে ওটিটি নিয়ে সালমানের মন্তব্য তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। সালমানের মতে, ওটিটি নতুন প্রজন্মের জন্য মোটেও ভালো নয়। কারণ ওটিটিতে নগ্নতা, যৌনতা খুবই সহজলভ্য।
ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে হতাশা প্রকাশ করে সালমান জানান, ‘ওটিটির মাধ্যমে নগ্নতা, যৌনতা ছড়িয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপর। তাই এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা প্রয়োজন। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত। মোবাইল ফোনের মাধ্যমে অল্প বয়সের ছেলেমেয়েরা পড়াশোনার বাহানায় তারা এগুলো দেখবে।’ তাঁর কথায়, ভারতের সংস্কৃতির সঙ্গে নগ্নতা, যৌনতা, গালিগালাজ একেবারেই বেমানান।
আগামী ঈদে মুক্তি পাবে সালমান খানের সিনেমা পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।