ঢাকা: টুইটারে কঙ্কনা রানাউতের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বয়কট হলেন। কঙ্কনাকে এবার বয়কট করল ভারতের একদল ফ্যাশন ডিজাইনার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কিছু ফ্যাশন ডিজাইনাররা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর কঙ্কনার সঙ্গে কাজ করবেন না।
ভারতের নারী ফ্যাশন ডিজাইনার রিমজিম দাদু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভালো কাজ করতে সময় নেয়া উচিৎ না। তার (কঙ্গনা) সঙ্গে করা অতীতের সব কাজ আমরা আমাদের সামাজিক চ্যানেলগুলো থেকে সরিয়ে দিচ্ছি। তার (কঙ্গনা) সঙ্গে ভবিষ্যতে কোনো কাজ না করার অঙ্গীকার করছি।’
‘সহিংসতা যত ছোটই হোক না কেন, সেটা প্রতিহত করা দরকার। কঙ্কনার সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়ার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে, আমাদের দেশে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান হওয়া উচিত নয়।’
আনন্দ ভূষণ আরও লিখেছেন, ‘আমার ব্র্যান্ড ঘৃণাকে সমর্থন করে না। আমি চাই না তার (কঙ্কনা) মন্তব্যের কারণে ২০০২ সালে গুজরাট রায়োটের মতো আবার কিছু হোক। এমন মানসিকতা যার, তার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা নেই আমার।’