হোম > বিনোদন > বলিউড

কঙ্গনাকে ঘাড়ধাক্কা!

ঢাকা: টুইটারে কঙ্কনা রানাউতের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বয়কট হলেন। কঙ্কনাকে এবার বয়কট করল ভারতের একদল ফ্যাশন ডিজাইনার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কিছু ফ্যাশন ডিজাইনাররা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর কঙ্কনার সঙ্গে কাজ করবেন না।

ভারতের নারী ফ্যাশন ডিজাইনার রিমজিম দাদু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভালো কাজ করতে সময় নেয়া উচিৎ না। তার (কঙ্গনা) সঙ্গে করা অতীতের সব কাজ আমরা আমাদের সামাজিক চ্যানেলগুলো থেকে সরিয়ে দিচ্ছি। তার (কঙ্গনা) সঙ্গে ভবিষ্যতে কোনো কাজ না করার অঙ্গীকার করছি।’

তিনি আরও লেখেন, ‘করোনার বিধ্বংসী প্রভাব থেকে আমাদের নিরাময় প্রয়োজন। আমিসহ অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ সামালানো এখন বেশি জরুরী। রাজনীতি যতই থাকুক না কেন, এই পরিস্থিতিতে আমাদের একে অপরকে সাহায্য করা দরকার। এমন অবস্থায় আমরা চাই না যে কেউ সহিংসতা উস্কে দিক।

‘সহিংসতা যত ছোটই হোক না কেন, সেটা প্রতিহত করা দরকার। কঙ্কনার সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়ার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে, আমাদের দেশে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান হওয়া উচিত নয়।’

দিল্লির আরেক ডিজাইনার আনন্দ ভূষণ এই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং কঙ্কনার সঙ্গে কাজ করার আগে অন্য ডিজাইনারদের ভালো করে ভাবার অনুরোধ করেছেন।

আনন্দ ভূষণ আরও লিখেছেন, ‘আমার ব্র্যান্ড ঘৃণাকে সমর্থন করে না। আমি চাই না তার (কঙ্কনা) মন্তব্যের কারণে ২০০২ সালে গুজরাট রায়োটের মতো আবার কিছু হোক। এমন মানসিকতা যার, তার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা নেই আমার।’

অন্যদিকে কঙ্গনাকে এমন বয়কটের মিছিলে যোগ হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারাও। তৃণমূল কংগ্রেসের অনেকেই বেজায় খুশি হয়ে তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র