হোম > বিনোদন > বলিউড

মা হচ্ছেন ক্যাটরিনা, ভিডিও ঘিরে জল্পনা

বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি কৌশল। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় এক নেটিজেনের ক্যামেরাবন্দী হন তারকা দম্পতি। সেখানে অভিনেত্রীকে পুরো শরীর ওভারকোটে ঢাকা অবস্থায় দেখা যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।

এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে।

এ রকম গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি। আরও স্পষ্ট করে বললে অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে তিনটা হার্ট ইমোজি আর তিনটা কেকের ছবি ছিল। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি পরিবারের তিন নম্বর সদস্য আসতে চলেছে? পাশাপাশি তাঁদের কৌতূহল, কেন একটা ছবিতেও ক্যাটরিনা নেই? তিনি কি সামনে আসতে চাইছেন না?

দীপিকার পর এবার ক্যাটরিনাও মা হওয়ার তালিকায় নাম লেখাতে পারেন বলেই মনে করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘নিশ্চয়ই প্রেগন্যান্ট ক্যাটরিনা। তাঁকে আর ভিকিকে আগাম শুভেচ্ছা রইল।’

যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক—এমনই আশা অনুরাগীদের।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন