হোম > বিনোদন > বলিউড

টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্য ধারণের সময় আহত অক্ষয়

বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। গতকাল স্কটল্যান্ডে টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হন অক্ষয়। তবে সিনেমাসংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব বড় কোনো ক্ষতি হয়নি অক্ষয়ের। তবে কিছু অ্যাকশন দৃশ্য ধারণ আপাতত বন্ধ রাখা হয়েছে।

চলতি মাসের শুরুতেই অমিতাভ বচ্চনের সঙ্গেও ঘটেছিল একই ধরনের দুর্ঘটনা। হায়দরাবাদে অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে কাজ বন্ধ রেখে ফিরতে হয়েছিল মুম্বাইয়ে। জানা গিয়েছিল ‘প্রজেক্ট কে’ সিনেমার দৃশ্য ধারণের সময় তিনিও বডি ডাবলের সাহায্য নিতে রাজি হননি। 

সময়টা ভালো যাচ্ছে না অক্ষয়ের। গত মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমরান হাশমির সঙ্গে তাঁর অভিনীত সিনেমা ‘সেলফি’। তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। গত এক মাসে এর আয় মাত্র ২৩ কোটি রুপি। মালায়লাম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অক্ষয়-ইমরান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে।

টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিন্হা, পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটির প্রথম দফার শুটিং হয়েছিল মুম্বাইতে। বর্তমানে সিনেমাটির দৃশ্য ধারণ চলছে স্কটল্যান্ডে। এ ছাড়া অক্ষয়ের হাতে রয়েছে ‘ওহ মাই গড-২’ ও ‘ক্যাপসুল গিল’ সিনেমা।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র