বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। গতকাল স্কটল্যান্ডে টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হন অক্ষয়। তবে সিনেমাসংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব বড় কোনো ক্ষতি হয়নি অক্ষয়ের। তবে কিছু অ্যাকশন দৃশ্য ধারণ আপাতত বন্ধ রাখা হয়েছে।
চলতি মাসের শুরুতেই অমিতাভ বচ্চনের সঙ্গেও ঘটেছিল একই ধরনের দুর্ঘটনা। হায়দরাবাদে অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে কাজ বন্ধ রেখে ফিরতে হয়েছিল মুম্বাইয়ে। জানা গিয়েছিল ‘প্রজেক্ট কে’ সিনেমার দৃশ্য ধারণের সময় তিনিও বডি ডাবলের সাহায্য নিতে রাজি হননি।
টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিন্হা, পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটির প্রথম দফার শুটিং হয়েছিল মুম্বাইতে। বর্তমানে সিনেমাটির দৃশ্য ধারণ চলছে স্কটল্যান্ডে। এ ছাড়া অক্ষয়ের হাতে রয়েছে ‘ওহ মাই গড-২’ ও ‘ক্যাপসুল গিল’ সিনেমা।