হোম > বিনোদন > বলিউড

নারীবিদ্বেষী ‘অ্যানিমেল’-এর সাফল্যে উদ্বেগ শর্মিলার

বিনোদন ডেস্ক

বাঁধাধরা রীতি ভেঙে চুরমার করেছিলেন তিনি। প্রথাগত পথ ছেড়ে বিকিনি পরে হাজির হয়েছিলেন বড় পর্দায়। অভিনয়দক্ষতার পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিয়ে বার্তা দিতেও পিছপা হননি কখনো শর্মিলা ঠাকুর। ভারতের বর্ষীয়ান অভিনেত্রী এবার মুখ খুললেন বলিউডের চলতে থাকা ট্রেন্ড নিয়ে। ব্যবসার খাতিরে কি বিদ্বেষের বিষ ছড়ানো হচ্ছে? এই তর্কের মাঝে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর চিন্তার মূলে বছরের অন্যতম ব্যবসাসফল ‘অ্যানিমেল’ সিনেমা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাকে শুধু হিংস্র নয়, প্রবলভাবে নারীবিদ্বেষী বলেই মনে হয়েছে শর্মিলা ঠাকুরের। অভিনেত্রী মুখ খুলেছেন ‘অ্যানিমেল’ আর ‘লাপাতা লেডিস’-এর কনটেন্টের তফাত আর ব্যবসার তারতম্য নিয়েও। এক ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন শর্মিলা ঠাকুর। সেখানেই তিনি মুখ খুলেছেন বিভিন্ন বিষয়ে।

‘অ্যানিমেল’ সিনেমার কনটেন্ট নিয়ে আক্রমণ করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে ‘‘অ্যানিমেল’’ নামে একটা সিনেমা এসেছিল। সিনেমাটা শুধু হিংস্রই নয়, প্রবলভাবে নারীবিদ্বেষীও। তবে অনেক নারী দর্শকও সিনেমাটা দেখে বলেছেন ‘‘এমনভাবে ভালোবাসার মতো মানুষ চাই’’। এ রকম একটা সিনেমা প্রবলভাবে চললে সেটাকে সহজে নস্যাৎ করে দেওয়া যায় না। বিষয়টা ঘিরে কী হচ্ছে সেটা দেখতে, বুঝতে হয়।’

লক্ষণীয়, এর আগে জাভেদ আখতার, কঙ্গনা রনৌত থেকে তাপসী পান্নু, ‘অ্যানিমেল’ সিনেমার কনটেন্ট নিয়ে মুখ খুলেছেন একাধিক পরিচিত নাম। জাভেদ আখতার বলেছিলেন, ‘একটা সিনেমায় একজন পুরুষ এক নারীকে জুতো চাটতে বলছে। নারীকে চড় মারায় ভুল কিছু নেই বলে দাবি করছে। আর সেই সিনেমা সুপারডুপার হিট হচ্ছে! বিষয়টা ভয়ংকর।’

‘অ্যানিমেল’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায়ও ঝড় বয়েছে সমালোচনার। তবে উল্টো চিত্রটাও সত্যি। সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক থেকে অন্যতম সুপারহিট রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। শুধু ভারতে ৫০০ কোটি রুপির বেশি এবং বিশ্বজুড়ে হাজার কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল ‘অ্যানিমেল’।

অন্যদিকে, সিনেমা হলে ব্যবসার ভিত্তিতে খুব ভালো জায়গায় না থাকলেও ওটিটি ভিউয়ের বিচারে ‘অ্যানিমেল’কে টপকে গেছে ‘লাপাতা লেডিস’। কিরণ রাও পরিচালিত সিনেমা নিয়ে শর্মিলা ঠাকুর বলেছেন, ‘অল্প বাজেটের মধ্যে থিয়েটারে ভালো ফল পেয়েছে ‘‘লাপাতা লেডিস’’। উল্টোদিকে ‘‘অ্যানিমেল’’ তৈরিতে যেমন খরচ করা হয়েছিল, সিনেমাটি ব্যবসাও করেছে সেরকম। আর সেই দুটোর মধ্যে তফাত বিশাল। সামনের দিনগুলোতে এই ধারা বদলাবে বলেও মনে হয় না।’

তিনি আরও বলেন, ‘ছোট বাজেটের সিনেমা তাদের বিনিয়োগ করা টাকা হয়তো বাজার থেকে তুলে নিতে পারবে, কিন্তু ওরকম ব্যাপকভাবে ব্যবসা রণবীর কাপুর বা রণবীর সিংরাই এনে দিতে পারবেন।’

পাশাপাশি কারিনা কাপুর খানের শেষ সিনেমা ‘ক্রু’ নিয়েও মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। সিনেমার চিত্রনাট্যকে ‘অ্যাবসার্ড’ বলেই দাবি করেছেন অভিনেত্রীর শাশুড়ি। যদিও সিনেমার বার্তা ঘিরে তাঁর মত, ‘বলা হয় মেয়েরাই নাকি মেয়েদের শত্রু, এখানে তেমনটা না দেখিয়ে অন্য দিকটা তুলে ধরা হয়েছে। তিনজনের মধ্যে বন্ধুত্ব দেখানো হয়েছে দারুণভাবে।’

শর্মিলা ঠাকুরের এই সাক্ষাৎকার সামনে আসার পরই নেট মহল ফের সরগরম। ব্যবসার নিরিখে বিদ্বেষের বিষকে প্রশ্রয় দেওয়া যায়, নাকি ভালো কনটেন্টই একমাত্র কিং? আপাতত চর্চা চললেও এর উত্তর নেই।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন