Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

ঋণের কিস্তি শোধ করতে না পারায় গাড়ি হারিয়েছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

ঋণের কিস্তি শোধ করতে না পারায় গাড়ি হারিয়েছিলেন শাহরুখ

শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।

শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।

জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।

জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’

সিনেমার দৃশ্যে জুহি চাওলা ও শাহরুখ খান। ছবি: সংগৃহীতজুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।

গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ