সালমন খান আর আয়ুশ শর্মার মুক্তি প্রতীক্ষিত ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। সামনে এল এই ছবির ফার্স্টলুক পোস্টার। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রথম পোস্টারে দেখা মিলল সালমান ও তাঁর বোন জামাইকে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।
‘অন্তিম’-এর গল্প এগিয়েছে পুলিশ আর গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। ফার্স্টলুক পোস্টারে সালমন আর আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে ছবি জুড়েই বিপরীত মতাদর্শের পুলিশ আর গ্যাংস্টারের লড়াই দেখা যাবে।
ফার্স্টলুক পোস্টারেই ছবি নিয়ে কৌতুহল বেড়েছে দর্শকের। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বরুণকে।