Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

‘অন্তিম’ ছবিতে ভগ্নিপতির মুখোমুখি সালমান

বিনোদন ডেস্ক

‘অন্তিম’ ছবিতে ভগ্নিপতির মুখোমুখি সালমান

সালমন খান আর আয়ুশ শর্মার মুক্তি প্রতীক্ষিত ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। সামনে এল  এই ছবির ফার্স্টলুক পোস্টার। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রথম পোস্টারে দেখা মিলল সালমান ও তাঁর বোন জামাইকে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।

‘অন্তিম’-এর গল্প এগিয়েছে পুলিশ আর গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। ফার্স্টলুক পোস্টারে সালমন আর আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে ছবি জুড়েই বিপরীত মতাদর্শের পুলিশ আর গ্যাংস্টারের লড়াই দেখা যাবে।

সালমান খান ও আয়ুশ শর্মাএর আগে বলিউড ছবি ‘লাভযাত্রী’তে দেখা গিয়েছিল সালমানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মাকে। আয়ুশকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় উঠেপড়ে লেগেছেন সালমান। ‘লাভযাত্রী’-তে তাঁর অভিনয় সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে সালমানও দমবার পাত্র নন! এবার ‘অন্তিম’- এ তাঁর চ্যালেঞ্জ তাই আয়ুশই। ‘লাভযাত্রী’তে পাশের বাড়ির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার বডিবিল্ডার গ্যাংস্টারের সঙ্গে লড়তে দেখা যাবে। রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য।

ফার্স্টলুক পোস্টারেই ছবি নিয়ে কৌতুহল বেড়েছে দর্শকের। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বরুণকে।

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ