হোম > বিনোদন > বলিউড

‘কাহো না প্যায়ার হ্যায়’ ছাড়েননি কারিনা, তাঁকে বের করে দেওয়া হয়েছিল

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলের। আর হৃতিক রোশনও প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এতে। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি শুরু করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এর পরে এটি আমিশার কাছে চলে আসে। এত দিন কারিনার ছেড়ে আসার কথা শোনা গেলেও আমিশা এবার জানিয়েছেন ভিন্ন কথা।

আমিশা প্যাটেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আমিশার কথায়, সিনেমাটির পরিচালক রাকেশ রোশন কারিনা কাপুরকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন।

আমিশা বলেন, ‘কারিনা মোটেও কাহো না প্যায়ার হ্যায় ছেড়ে দেননি। আমি রাকেশজির কাছ থেকে শুনেছি তাঁরা কারিনাকে শুটিং সেট ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমাকে বলেছিলেন তাঁরা দুশ্চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ শুটিং সেটে তখন কোটি কোটি রুপি ঢালা হয়ে গেছে।’

আমিশা আরও বলেন, ‘সোনিয়াকে খুঁজে বের করতে তাদের হাতে তখন ৩ দিন সময় ছিল। এরপর এক বিয়েবাড়িতে রাকেশজি আমাকে দেখেন। শুনেছি সারা রাত উত্তেজনায় তিনি ঘুমোতে পারেননি। আমি যদিও ছবি সাইন করার সময় পেছনের এই গল্পগুলো জানতাম না।’

এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশনও জানিয়েছিলেন, কাহো না প্যায়ার হ্যায় থেকে কারিনাকে বাদ দেওয়ার কারণ ওর মা ববিতা। সব ব্যাপারে নাক গলাতেন তিনি।

কয়েক বছর আগে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা আবার বলেছিলেন, তিনি কাহো না প্যায়ার হ্যায় থেকে বেরিয়ে যাওয়াতে খুব খুশি হয়েছিলেন।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন