Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

সালমানের ব্রেসলেট রহস্য

বিনোদন ডেস্ক

সালমানের ব্রেসলেট রহস্য

সালমান খানকে কখনোই তাঁর নীল স্টোনের ব্রেসলেট ছাড়া দেখা যায় না! সালমানের ফ্যাশন ট্রেন্ড হয়ে গিয়েছে এটি। যদিও অভিনেতার জন্য এটা খুব পয়া, তাই কখনও হাতছাড়া করেন না এটিকে। এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ব্রেসলেটের গোপন রহস্য! সালমান বলেন,‘আমার বাবা এটা সবসময় পরেন। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখতে খুব ভালো লাগতো। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’

ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানান, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর ব্রেসলেট।’

সালমান খানডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করলেন সালমান খান পানভেলের ফার্ম হাউজে। আর জন্মদিনের ঠিক আগেই সাপের ছোবল খান অভিনেতা। যদিও সেই সাপটি বিষাক্ত ছিল না। সেরে উঠে জন্মদিনের রাতে মিডিয়াকে সালমান জানিয়েছিলেন, ‘আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল সাপ ঠিক আছে আর বেঁচে আছে তো। আর আমি বলেছিলাম যে সাপ আর টাইগার দুজনেই ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনও আঘাত করিনি তো? আমি তখন জানিয়েছিলাম যে না ওটাকে যত্নের সাথে আমরা জঙ্গলে ছেড়ে এসেছি।’

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ