বিনোদন ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিয়ে দিলেন সামান্থা ও নাগা চৈতন্য। বেশ ক’দিন ধরেই গুঞ্জন ছিলো, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ভারতের জনপ্রিয় দক্ষিণী এই তারকা দম্পতি। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের সংসারজীবনের ইতি টানছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এ দম্পতি। শনিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি।
যৌথ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা বলেন, ‘শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পরে আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।’
সপ্তাহখানেক আগে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছিল, এই দম্পতির দুই পরিবারের সমস্ত সমঝোতার প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এমনকি তারা আলাদা থাকাও শুরু করেছিলেন।
২০১০ সালে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সেই ছবির সেটেই তাদের প্রথম পরিচয়। অতঃপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ ছবির মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ ছবি দিয়ে।