হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হলো জাওয়ান সিনেমার ট্রেলার। সোমবার সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনো তিনি ফাইটার, কখনো জেলার, কখনোবা তিনিই হিরো, কখনো আবার ভিলেন। নিজের চরিত্রের ধাঁধাটা বের করার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বললেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘আমি কে, কে নই তা জানতে আপনারা তৈরি তো?’
২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ছিল ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং, সেই সাথে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা মিলল কিং খানের। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি ভালো নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই।’ তবে সবচেয়ে চমকে ছিল ট্রেলারের শেষ দিকে শাহরুখের লুক। ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। ন্যাড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য।