হোম > বিনোদন > বলিউড

চমকে ভরা শাহরুখের ‘জাওয়ান’র ট্রেলার

হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হলো জাওয়ান সিনেমার ট্রেলার। সোমবার সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনো তিনি ফাইটার, কখনো জেলার, কখনোবা তিনিই হিরো, কখনো আবার ভিলেন। নিজের চরিত্রের ধাঁধাটা বের করার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বললেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘আমি কে, কে নই তা জানতে আপনারা তৈরি তো?’

২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ছিল ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং, সেই সাথে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা মিলল কিং খানের। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি ভালো নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই।’ তবে সবচেয়ে চমকে ছিল ট্রেলারের শেষ দিকে শাহরুখের লুক। ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। ন্যাড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য।

দক্ষিণের অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ট্রেলারে তাঁদেরকেও দেখা গেছে এক ঝলক করে। এ ছাড়া চমক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ট্রেলারের এক অংশে শেষ দৃশ্যে তাঁর পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’ -তে নাচতে দেখা যায়। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত। প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জাওয়ান।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র