বিনোদন ডেস্ক
বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।