বিনোদন ডেস্ক
জীবনের কঠিন সময় বন্ধুর মতো পাশে ছিলেন গোবিন্দা। স্মৃতির পাতা থেকে পুরনো কথা জানালেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা জানিয়েছেন, সুইজারল্যান্ডে শুটিং করার সময় তিনি এমন একটা খবর পেয়েছিল, ভেঙে পড়েছিলেন। সেই সময় সঙ্গ দিয়েছেন গোবিন্দা। গোবিন্দা না থাকলে হয়তো কোন দূর্ঘটনাও ঘটে যেতে পারতো।
এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন, তাঁদের একে অপরের সঙ্গে সত্যি খুব ভালো বন্ডিং ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকবেশি দূরে চলে গিয়েছে।
রাভিনা আরও যোগ করেন, ‘সেই সময় আমাদের একে অপরের সঙ্গে কথা বলা ছাড়া বিনোদনের তেমন অন্য কোনও মাধ্যম ছিল না। আমরা অনেকটা পরিবারের মতো ছিলাম। কিন্তু এখনকার ব্যাপারটা অন্যরকম, লাইট, ক্যামেরা অ্যাকশন এবং কাট। এরপরই যে যাঁর ফোনে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ইনস্টাগ্রামে নিজের ছবি, কেক-কফির ছবি দিচ্ছে। এভাবেই সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। প্রযুক্তি আমাদের সেই যোগাযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের একটা হৃদয়ের যোগাযোগ ছিল। হাত ধরে অভয় দেওয়ার মতো মানুষ পেতাম আমরা। তখনকার দিনে ইমোজির ভালোবাসা ছিলো না।’
গোবিন্দার সঙ্গে রাভিনা ‘দুলহে রাজা’, ‘আখিও সে গোলি মারে’, ‘বাড়ে মিয়া ছোট মিয়া’, ‘ওয়াহ’,‘স্যান্ডুইচ’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন।