বিনোদন ডেস্ক
আগামী মাসের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তারই প্রচারে গতকাল রোববার কলকাতায় ব্যস্তসময় কাটিয়েছেন রণবীর। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রণবীর জানান, তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের চরিত্রে অভিনয় করছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন এমনটিই জানিয়েছে।
কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করার বিষয়ে রণবীর কাপুর বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে আমরা এটি লিখছি এবং আমি আশা করছি যে এটি আমার পরবর্তী বায়োপিক হতে চলেছে।’
রণবীরকেও আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকটি করছেন কি না। এ বিষয়ে রণবীর বলেন, ‘আমি মনে করি দাদা (সৌরভ গাঙ্গুলী) শুধু ভারতে নয়, সারা বিশ্বে একজন জীবন্ত কিংবদন্তি। তাঁর ওপর নির্মিত বায়োপিকটি হবে খুব স্পেশাল। দুর্ভাগ্যবশত আমি এই সিনেমার আনুষ্ঠানিক প্রস্তাব এখনো পাইনি। আমি মনে করি ‘‘লাভ ফিল্মস’’ এর নির্মাতারা এখনো এটির চিত্রনাট্য লিখছেন।’
আগামী ৮ মার্চ অর্থাৎ হোলির দিন মুক্তি পাবে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। পরিচালক লাভ রঞ্জনের সিনেমাটি রোমান্টিক-কমেডি ঘরানার। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। সিনেমা হলে মুক্তির পালা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে নেটফ্লিক্সেও দেখা যাবে সিনেমাটি।