হোম > বিনোদন > বলিউড

ফের বিচারকের আসনে মিঠুন

সুপারস্টার হওয়ার পথটা মিঠুন চক্রবর্তীর কাছে সহজ ছিল না। অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা দিয়েই নিজের পথ নিজে তৈরী করেছেন। মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে বলিউডের উজ্জ্বল তারকা। মিঠুন চক্রবর্তী মানেই সিনেমার একটা যুগ। বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই। আর সেই প্রতিভা খুজবেন মিঠুন।

কালার্স টিভির নতুন রিয়ালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। এই শোয়ের মাধ্যমে মিঠুন চক্রবর্তী ফের টেলিভিশন পর্দায় বিচারক হয়ে আসছেন। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও।

নতুন এই রিয়ালিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, ‘আমি বরাবরই বিশ্বাস করি, আমাদের দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার এটাই সেরা শো। এই জন্য কালার্স চ্যানেলকে ধন্যবাদ।’

মিঠুনের সঙ্গে বিচারকের আসনে থাকবেন পরিচালক করণ জোহর। এই বলিউড পরিচালক বলেন, ‘এই ধরনের রিয়ালিটি শো সত্য়িই হওয়া প্রয়োজন। তবেই না নতুন নতুন প্রতিভা সবার সামনে আসতে পারবে। আমার মনে হয় কালার্সের এই শো জনপ্রিয় হবে সব শ্রেণি মানুষের কাছে।’

শোয়ের প্রযোজনা করছেন ফ্রেমস প্রোডাকশনস। গায়ক, জাদুকর, নৃত্যশিল্পী, স্টান্টম্যান, কমেডিয়ানদের মধ্যে বাছাই হবে সেরা কে, কার প্রতিভা সেরা। এখানে যার যে প্রতিভা আছে তা থেকেই চ্যাম্পিয়ন বাছাই হবে।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র