হোম > বিনোদন > বলিউড

গর্ভধারণ নিয়ে বইতে বাইবেলের নাম, কারিনাকে হাইকোর্টের সমন

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সমন জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট। ২০২১-এ মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অভিনেত্রী। বইটির নামের সঙ্গে যুক্ত ছিল বাইবেল শব্দটি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।

অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্টনি একটি পিটিশন দিয়েছিলেন কারিনা ও বইটির প্রকাশকের বিরুদ্ধে। সে কারণেই কোর্টের এই নোটিশ। পিটিশনারের দাবি, এ বই বিক্রি বন্ধ করা হোক। কারণ বাইবেল শব্দটি ব্যবহার করে ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হয়েছে।

ক্রিস্টোফার অ্যান্টনি একজন সমাজকর্মী। তিনি বলেন, এতে নির্দিষ্ট কমিউনিটির সেন্টিমেন্ট আহত হয়েছে। প্রথমে তিনি পুলিশে এফআইআর দায়ের করতেও গিয়েছিলেন। পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর তিনি নিম্ন আদালতে গিয়েছিলেন। কিন্তু তারা এই যুক্তিতে পিটিশন রেজিস্ট্রার করতে চায়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা বইয়ে লিপিবদ্ধ করেছিলেন কারিনা কাপুর খান। অভিনেত্রীর লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন