হোম > বিনোদন > বলিউড

দৃশ্যম কার, অজয় দেবগন নাকি মোহনলালের

মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর সিনেমাটির রিমেক করে ব্যবসায়িক সফলতা পেয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সিনেমাটি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছে। 

এবার জানা গেছে, সিনেমাটির রিমেক হতে যাচ্ছে হলিউডে। তবে এই সাসপেন্স থ্রিলার সিনেমাটির হলিউড রিমেকের ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক, সিনেমাটি কার সেটা নিয়ে চলছে আলোচনা। দৃশ্যম কি মোহনলালের নাকি অজয়ের? এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে এ বিতর্ক।

হলিউডে দৃশ্যমের রিমেকে ঘোষণার সময় জানানো হয় যে, এটি অজয় দেবগন অভিনীত দৃশ্যমের রিমেক। আর তাতেই আপত্তি দর্শকদের একাংশের। তাঁরা ভুল শুধরে দিয়ে টুইটারের সেই পোস্টে জানিয়েছেন, সিনেমাটি আদতে মোহনলালের। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে।

এক নেটিজেন এদিন লিখেছেন, ‘অজয়ের নয় দৃশ্যম মোহনলালের।’ কেউ আবার লিখেছেন, ‘ভুলটা ঠিক করুন। এটা মোহনলালের ছবি, অজয়ের নয়।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘দৃশ্যম মানেই মোহনলাল। কিন্তু বলিউড রিমেক বানিয়ে সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে।’

উল্লেখ্য, মোহনলাল অভিনীত দৃশ্যম মুক্তি পায় ২০১৩ সালে। সেটি পরিচালনা করেছিলেন জিতু জোসেফ। পরবর্তীতে ২০১৫ সালে বলিউড রিমেক বানায় সেই সিনেমার। একই নামে মুক্তি পায় এটি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় অজয় দেবগন এবং শ্রিয়া শরণকে। ছবিটির পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সেটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। মালায়লাম ভার্সনের ‘দৃশ্যম ২’ অবশ্য এক বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র