হোম > বিনোদন > বলিউড

হৃতিকের স্টান্টম্যান যেন ফিরিয়ে আনলেন সুশান্ত সিং রাজপুতকে

বিনোদন ডেস্ক

মনসুর আলি খান সিনেমায় হৃতিক রোশনের বডি ডাবল এবং স্টান্টম্যান হিসেবে অভিনয় করেন। ‘বিক্রম ভেধা’, ‘ওয়ার’ ‘যোধা আকবর’ ছাড়াও আরও কয়েকটি সিনেমায় হৃতিক রোশনের বডি ডাবল এবং স্টান্টম্যান হিসেবে তিনি অভিনয় করেছেন। এবার মনসুরের হৃতিক রোশনকে নিয়ে এক পুরোনো ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। যেখানে অনেকে মন্তব্য করে জানিয়েছেন মনসুর প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি অদ্ভুত সাদৃশ্য বহন করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এক মাসেরও বেশি সময় আগে হৃতিক রোশনের জন্মদিন উপলক্ষে ‘বিক্রম ভেধা’-এর সেট থেকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন মনসুর। হৃতিকের সঙ্গে নিজের ছবি যুক্ত করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন ভাই হৃতিক রোশন। আপনি একজন খাঁটি হৃদয়ের সুপারস্টার, আপনি এত নম্র, এত যত্নশীল, এত প্রেমময় ব্যক্তি এবং সব সময় অন্যের প্রতিভার প্রশংসা ও সম্মান করুন। এ ছাড়া একজন অতি বন্ধুত্বপূর্ণ মানুষ আপনি।’

সে পোস্টেই ভক্তরা যেন খুঁজে পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘তিনি দেখতে সুশান্ত সিং রাজপুতের মতো’। শশী শর্মা নামে আরেকজন মন্তব্যে লিখেছেন ‘তিনি যেন অবিকল সুশান্ত সিং রাজপুতের মতো।’

ছোট ক্যারিয়ারে অনেক অর্জন সুশান্তের। ভক্তদের ভালোবাসা থেকে ব্যবসাসফল সিনেমা সবই ছিল তাঁর ক্যারিয়ারে। ‘কেদারনাথ’, ‘এমএস ধনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’ দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ সিনেমা ছিল ‘দিল বেচারা’। ২০২০ সালে তাঁর মৃত্যুর পর মুক্তি পায় সিনেমাটি। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছর বয়সী সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যুর কারণ অনুসন্ধানে তৎপর হয় মুম্বাই পুলিশ। এর পর বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হয় সুশান্ত মৃত্যুর তদন্তভার। চলে একের পর এক জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হয় প্রয়াত অভিনেতার নেট মাধ্যমের নানা অ্যাকাউন্ট। এভাবে তিন বছর পার হলেও মামলার অবস্থা অপরিবর্তিত। আপাতত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সিবিআই।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন