হোম > বিনোদন > বলিউড

বহুদিন পর গ্যালারিতে কোহলির লাকি চার্ম আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক

এবারের আইপিএলে প্রথমবারের মতো মাঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী ও ক্রিকেটার বিরাট কোহলি পত্নী আনুশকা শর্মা। বিরাটের লাকি চার্ম আনুশকা মাঠে এসেই নজর কাড়লেন নেটিজেনদের। এত বছর পরে এসেও, বিরাটের খেলা যে মুগ্ধ করে আনুশকাকে তা প্রমাণ হয়ে গেল আরও একবার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচ চলাকালীন, কোহলির ব্যাটিং মুগ্ধ করল সকলকে। আর বাদ গেলেন না অভিনেত্রীও। গ্যালারি থেকে উৎসাহ দিয়েছেন কোহলিকে। বিরাটের ব্যাটিং চলাকালীন আনুশকার প্রতিক্রিয়াই এখন টক অফ দ্য টাউন!

গত ১ মে ছিল আনুশকার ৩৬তম জন্মদিন। দীর্ঘদিন ধরে সিনেমার দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি। ২০১৮ সালের জিরো-র পর আর তাঁকে দেখা যায়নি পর্দায়। নেটফ্লিক্সের সঙ্গে আসার কথা ছিল চাকদা এক্সপ্রেসের। তবে বিলম্ব হওয়ার কারণে সম্প্রতি নেটফ্লিক্স সেই প্রোজেক্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে শোনা যাচ্ছে। যদিও এর শুটিং হয়েছে বছরখানেক আগেই। কিন্তু মুক্তি এখনো অনিশ্চিত।

তবে নিজে অভিনয় থেকে দূরে থাকলেও, আনুশকা ভোলেন না বিরাটকে উৎসাহ দিয়ে যেতে। ২০২৩ বিশ্বকাপে প্রেগনেন্সি নিয়েই প্রায় প্রতিটা ম্যাচে তিনি হাজির ছিলেন বিরাটের পাশে।

চলতি বছরে আনুশকার জন্মদিন উপলক্ষে পোস্ট করে বিরাট লিখেছিলেন, ‘তোমাকে না পেলে আমি সম্পূর্ণ হারিয়ে যেতাম। শুভ জন্মদিন ভালোবাসা। তুমি আমার পৃথিবীর আলো। আমরা তোমাকে অনেক ভালোবাসি।’

লন্ডনে ছেলে অকায়ের জন্ম দেন বিরাট-আনুশকা। যদিও মেয়ে ভামিকার সময় ভারতেই ছিলেন দম্পতি। শোন যায়, কোনও স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার কারণেই ছিল তাঁদের এই সিদ্ধান্ত। ভামিকার মতো অকায়ের ছবিও এখনো সামনে আনেননি বিরাট-আনুশকা।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন