বিনোদন ডেস্ক
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। তারপর থেকে দীর্ঘদিন ধরে সেই ফ্ল্যাট ফাঁকাই পড়ে রয়েছে। গত বছর কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনেত্রী আদা শর্মা মুম্বাইয়ের ওই ফ্ল্যাট কিনেছেন। সুশান্তের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের বাইরে দেখাও যায় আদাকে। সম্প্রতি সিদ্ধার্থ কাননের শোয়ে এই প্রশ্নেরই মুখোমুখি হতে হয় আদা শর্মাকে।
‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদা শর্মা সরাসরি স্বীকার না করলেও তাঁর কথায় এর ইঙ্গিত মিলেছে। অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই বিষয়টি খোলাসা করবেন।
আদা বলেন, ‘আপাতত আমি শুধু বলতে চাই যে আমি সবার হৃদয়ে বাস করি। এ বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নিশ্চয় আসবে। আমি যখন ওই জায়গাটা দেখতে গিয়েছিলাম, তখন ওটা নিয়ে আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি ভীষণ প্রাইভেট পারসন। আমি আমার সিনেমার জন্যই জনসাধারণের আগ্রহের কারণ হতে চাই। তবে আমি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি।’
অভিনেতা আরও বলেন, ‘আমারও মনে হয়, যিনি এই পৃথিবীতে নেই, অথচ একসময় এত সুন্দর ছবি করেছেন, তাঁকে নিয়ে এভাবে কথা বলাটা ভুল। আমি এটাকে সমর্থন করি না। উনি এমন একজন অভিনেতা, যাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমি এই সম্মান বজায় রাখতে চাই। কারণ লোকজন এটা নিয়ে নানান ভুলভাল মন্তব্য করলে সেটা আমার ভালো লাগে না।’