হোম > বিনোদন > বলিউড

এখনো মনে হয়, শুটিং শেষে ঘরে ফিরবেন বাবা: ইরফানপুত্র বাবিল

দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে। 

 ‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে। কিন্তু সন্তানের কাছে পিতৃবিয়োগের অনুভূতির সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। ইরফানের মৃত্যুর পর দেওয়া এক সাক্ষাৎকারে ছেলে বাবিল বাবাকে হারানোর স্মৃতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। 

বলিউড বাবলকে তখন তিনি জানিয়েছিলেন, ‘বাবা যেদিন মারা গেল, প্রথম দিন, আমি এটি বিশ্বাস করিনি। যখন এক সপ্তাহ কেটে যায়, তারপর এটি আমার মধ্যে আঘাত হানে। তখন সবকিছু আমার মাথায় জট পাকিয়ে গিয়েছিল, একটানা দেড় মাস আমি নিজেকে ঘরবন্দী রেখেছিলাম।’ 

বাবিল আরও বলেন, ‘বাবা তখন দীর্ঘ শুটিং শিডিউলের জন্য চলে যেতেন। তিনি মারা যাওয়ার পর আমি নিজেকে একরকম নিশ্চিত করেছিলাম তিনি কিছু সময় পর ফিরে আসবেন। কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি এটি একটি অনির্দিষ্ট শুটিং শিডিউল। তিনি আর ফিরে আসবেন না। আমি আমার সেরা বন্ধুকে হারিয়ে ফেলেছি। আমি সত্যিই সে সময়টা ভাষায় প্রকাশ করতে পারব না।’ 

ইরফানপুত্র বাবিল খানকে সামনে যশ রাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ দেখা যাবে। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন এবং দিব্যেন্দু।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র