গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনীত শততম সিনেমা ‘ভাইয়াজি’। তারই প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। এক পডকাস্টে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, হলিউড অভিনেতা ক্রিস্টোফার নোলানের কোন সিনেমাটি তাঁর পছন্দের এবং কেন? উত্তরে মনোজ জানালেন, নোলানের সিনেমা বোঝেন না তিনি!
মনোজের কথায়, ‘সত্যি কথা বলতে, আমি নোলান এবং তাঁর সিনেমা বুঝি না। সব সময় তাঁর সিনেমার কনসেপ্ট বুঝতে ভীষণ সংগ্রাম করি। তবে এর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টায় অনেক পড়াশোনা করেছি। সত্যি বলতে, আমি ওপেনহাইমার সিনেমাও বুঝিনি!’
মনোজ আরও বলেন, ‘নোলান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে “ডানকার্ক” নামে একটি যুদ্ধের সিনেমা নির্মাণ করেছিলেন। যুদ্ধের ধারণা আমাকে সব সময় বিরক্ত করে। “এলওসি কারগিল” সিনেমায় অভিনয়, আমার কাছে সত্যিই কঠিন ছিল। মানুষ মারা যাচ্ছে, আবার একে অপরকে হত্যা করছে! সত্যিই এটা অত্যন্ত বিরক্তিকর ও নির্মম এক বাস্তবতা’।