Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

নোলানের সিনেমা আমি বুঝি না: মনোজ বাজপেয়ি

বিনোদন ডেস্ক

নোলানের সিনেমা আমি বুঝি না: মনোজ বাজপেয়ি

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনীত শততম সিনেমা ‘ভাইয়াজি’। তারই প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। এক পডকাস্টে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, হলিউড অভিনেতা ক্রিস্টোফার নোলানের কোন সিনেমাটি তাঁর পছন্দের এবং কেন? উত্তরে মনোজ জানালেন, নোলানের সিনেমা বোঝেন না তিনি!

মনোজের কথায়, ‘সত্যি কথা বলতে, আমি নোলান এবং তাঁর সিনেমা বুঝি না। সব সময় তাঁর সিনেমার কনসেপ্ট বুঝতে ভীষণ সংগ্রাম করি। তবে এর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টায় অনেক পড়াশোনা করেছি। সত্যি বলতে, আমি ওপেনহাইমার সিনেমাও বুঝিনি!’

মনোজ আরও বলেন, ‘নোলান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে “ডানকার্ক” নামে একটি যুদ্ধের সিনেমা নির্মাণ করেছিলেন। যুদ্ধের ধারণা আমাকে সব সময় বিরক্ত করে। “এলওসি কারগিল” সিনেমায় অভিনয়, আমার কাছে সত্যিই কঠিন ছিল। মানুষ মারা যাচ্ছে, আবার একে অপরকে হত্যা করছে! সত্যিই এটা অত্যন্ত বিরক্তিকর ও নির্মম এক বাস্তবতা’।

মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীতউল্লেখ্য, ক্যারিয়ারের তিন দশক পার করেছেন মনোজ বাজপেয়ি। ‘ভাইয়াজি’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের শততম ছবি। বক্স অফিস থেকে সিনেমাটি প্রথম দিন আয় করেছে ১ কোটি ৩ লাখ রুপি। অপূর্ব সিংহ করকি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—ভিপিন শর্মা, যতীন গোস্বামী, আকাশ মাখিজা প্রমুখ।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে