বিনোদন ডেস্ক
গতকাল মুম্বাইয়ে হয়ে গেল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জুটির বিবাহোত্তর সংবর্ধনা। বলিউডের অনেক তারকা হাজির হয়েছিলেন সেই পার্টিতে। কালো স্যুট পরেই অনুষ্ঠানে এসেছিলেন সিদ্ধার্থ। তাঁর সঙ্গে ম্যাচিং করেই সাদা-কালো গাউন পরেন কিয়ারা। বিয়ের মতো রিসেপশনেও পান্না খচিত গয়নাই পরেছেন এই অভিনেত্রী। পাঞ্জাবি রীতিতে কিয়ারা ও সিদ্ধার্থের রাজকীয় বিয়ের সাজ নজর কেড়েছে সবার। বিয়ের মতোই গতকালও হালকা মেকআপে নজর কেড়েছেন কিয়ারা। মুম্বাইয়ের রিসেপশন পার্টিতে হাজির হয়েছিলেন–করণ জোহর, অভিষেক বচ্চন, রণবীর সিং, আলিয়া ভাট।