প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।