হোম > বিনোদন > বলিউড

বলিউডের লোকজনের ভালোবাসা লোক দেখানো: সানি দেওল

বলিউডের লোকজনের ভালোবাসাকে নকল ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। সম্প্রতি ‘গদর-২’ নিয়ে এক সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘বলিউডে সবাই এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে, এমন ভাব করবে যেন ওরা আপনাকে ভীষণ ভালোবাসেন, তবে সে সবই ভুয়ো, নকল। বলিউডে অনেক লোক আমাকে পাজি বলেন, আমি বলি দয়া করে আমাকে পাজি বলবেন না কারণ আপনি পাজির অর্থ বোঝেন না। বড় ভাইয়ের প্রতি আলাদা ধরনের শ্রদ্ধা থাকে।’

সানি আরও বলেন, ‘এখানে (বলিউডে) অনেক কিছু আছে বা চলছে, তা হয়তো চলতেই থাকবে, কারণ ওরা আসলে ব্যক্তিগত জীবনে ভালো অভিনেতা, পর্দার জন্য ভালো অভিনেতা নয়।’

বলিউড নিয়ে কথা বলতে গিয়ে ভাই ববি দেওলের শুরুর সময়ের প্রসঙ্গ টানেন সানি। বলেন, ‘১৯৯০ সালে আমি আমার ভাই ববির ব্যাপারে অনেক প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম, তবে কোনো একটা কারণ দেখিয়ে কেউ কাজ করতে চাইছিল না। এমনকি তখন আমাদের সঙ্গে কেউ হাত মেলাতেও রাজি ছিল না।’

সানি দেওল আরও জানিয়েছেন তিনি ক্যারিয়ারে শুরুর দিকে কিছু পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা বলিউডের কোনো গোত্রের অংশ নন। রাহুল রাওয়াল, জেপি দত্তের মতো পরিচালকের নাম নেন সানি দেওল। তিনি এই পরিচালকদের প্রসঙ্গে বলেন, ‘এই পরিচালকদের মধ্যে ‘‘আবেগ, আন্তরিকতা ও সততা’’ ছিল।’

প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা গদর-২।

২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র