বিনোদন ডেস্ক
বানী কাপুর এখন বলিউডের পরিচিত মুখ। একের পর এক সিনেমা ফ্লপ হলেও বড় বাজেটের সিনেমা এই নায়িকার হাতে রয়েছে। যশরাজ ফিল্মসের ঘরের মেয়ে বলে কথা। আদিত্য চোপড়ার পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন বহু আগে, তাইতো সহজেই বানীর মুশকিল আসান। বলিউডের একাধিক সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছে বলিউডের নামজাদা এই প্রযোজকের বানী কাপুরের প্রতি এত আস্থা কেনো!
২০১৩ সালে যশরাজ ফিল্মসের হাত ধরে বলিউডে পা রাখেন বানী কাপুর। অভিনয় করেছিলেন ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ সিনেমায়। বক্স অফিসে মোটামুটি চলেছিল। তবে নবাগত হিসেবে আলাদা করে নজর করতে পারেননি বানী। প্রথম ছবির পরেই বলিউড থেকে উধাও! দর্শকও ভুলে গেলেন তাঁকে।
পরপর দুই সিনেমা ফ্লপ। কিন্তু তাতে কী! ফের বড় বাজেটের ছবিতে সুযোগ। সেই যশরাজ ফিল্মসের প্রযোজনাতেই। ২০১৯ সালে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করলেন বানী। বক্স অফিসেও সিনেমাটি সফল। কিন্তু সেই সাফল্যের পেছনে নায়িকার অবদান কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুই নায়কের রসায়ন, মারকাটারি অ্যাকশন দৃশ্যই মূলত মন জিতে নিয়েছিল দর্শকের।
আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে গিয়েও দুই ছবি করেন বানী। তাতেও তাঁর ক্যারিয়ারের লেখচিত্রে বিশেষ পরিবর্তন আসেনি।
তবে গুঞ্জন নাকচ করে বানী বলেন, ‘আদিত্য তাঁর গুরু। পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার নানাবিধ উপদেশ দেন তাঁকে।’