‘বেদ’ ছবি দিয়ে পরিচালনার খাতায় নাম লেখালেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। সিনেমাটি মারাঠি। এই সিনেমার শুটিং চলছে। সেট থেকে সোশ্যাল মিডিয়ায় সালমান খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন রীতেশ। ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে একাদশীর শুভেচ্ছা। সকলের জীবন সুখ, ভালবাসা এবং সমৃদ্ধি কামনা করি। শুভ দিনে জানাতে চাই, আপনাদের সদয় আশীর্বাদে আমি আমার প্রথম পরিচালক মারাঠি সিনেমা ‘‘বেদ’’(ম্যাডনেস, ক্রেজি, প্যাশন)-এর শ্যুটিং শেষ করেছি। এই পথে নিজস্ব চ্যালেঞ্জ ছিল। অনেকেই আমার সঙ্গ দিয়েছেন। এমনই একজন আমার প্রিয় সালমান ভাই।’
‘বেদ’ সিনেমার মাধ্যমে রীতেশের স্ত্রী জেনেলিয়া মারাঠি ইন্ডাস্ট্রিতে পা রাখবেন। সিনেমায় জিয়া শঙ্কর ছাড়াও অভিনয় করেছেন রীতেশ নিজে।