একজন বলিউডের আরেকজন দক্ষিণের সুপারস্টার। বলছি শাহরুখ খান ও আল্লু অর্জুনের কথা। দুই তারকা যখন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন ভক্তদেরও উৎসাহের শেষ থাকে না। ২০২১ সালে মুক্তি পেয়েছিল আল্লুর ‘পুষ্পা’। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘জওয়ান’ বক্স অফিসে তাণ্ডব দেখাচ্ছে।
‘জওয়ান’-এর এ সাফল্যে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের তারকারা। এবার দীর্ঘ এক টুইটের মাধ্যমে পুরো ‘জওয়ান’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন আল্লু অর্জুন। আর এতে আপ্লুত শাহরুখ প্রশংসায় ভাসিয়েছেন আল্লু অর্জুনকেও।
শুধু বলিউড বাদশাহ নন, আল্লু প্রশংসায় ভাসিয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোনদের নিয়েও।