বিনোদন ডেস্ক
সপ্তাহখানেক ধরে ‘রাক্ষস’ সিনেমা নিয়ে সমালোচনা চলছে বলিউড থেকে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে। বড় বাজেটের এই দক্ষিণী সিনেমার পরিচালক প্রশান্ত ভার্মা, প্রযোজনায় মিথরি মুভি মেকার্স। কয়েক দিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর, সিনেমাটা ছেড়ে বেরিয়ে গেছেন রণবীর সিং। এতে প্রযোজকের বহু কোটি রুপির ক্ষতি হয়েছে বলে সমালোচনা শুরু হয়ে যায়। এবার সেই সমালোচনা বন্ধ করতে বিবৃতি দিলেন প্রশান্ত আর রণবীর।
বিবৃতিতে রণবীর সিং বলেন, ‘প্রশান্ত খুব প্রতিভাবান পরিচালক। আমরা দেখা করেছিলাম, একসঙ্গে কী কাজ করা যায় সেটা এক্সপ্লোর করার জন্য। আশা করছি, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করব।’
প্রশান্ত এ প্রসঙ্গে বলেন, ‘রণবীরের মতো এনার্জি আর প্রতিভা বিরল। আমরা আগামী দিনে একসঙ্গে একটা কাজ করার চেষ্টা করব।’
যদিও এমন বিবৃতি আসার পরও রণবীরকে ঘিরে যে সমালোচনা শুরু হয়েছিল, সেটা ধামাচাপা পড়ছে না। একজন নেটিজেন লিখেছেন, ‘প্রশান্তর সঙ্গে রণবীর সিং সিনেমা করছেন না এখনই, সেটা স্পষ্ট হলো। কিন্তু কোন সিনেমা করছেন তিনি? ২০২৫-এ রণবীরের কোনো সিনেমা কি মুক্তি পাবে?’
আবার রণবীর সিং যে ‘ডন থ্রি’ করছেন, সেই খবরে খুশি হননি শাহরুখ খানের অনুরাগীদের একাংশ। একজন নেটিজেন লিখেছেন, ‘রণবীর সিং মূলত হিট পেয়েছেন সঞ্জয় লীলা বানসালির হাত ধরে। এবার সঞ্জয়ের সিনেমায় কাজ করছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তাই রণবীর সিং আবার কবে ব্লকবাস্টার দখলে আনতে পারবেন, তা নিয়ে সংশয় আছে। সব মিলিয়ে পেশাগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিনেতার।