বিনোদন ডেস্ক
প্রতিবছরই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মেয়ে আরাধ্যকে নিয়ে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত বুধবার ভারত ছাড়েন অভিনেত্রী। তবে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর হাতের প্লাস্টার। আর তাতেই ছিল শঙ্কা! এবার কি তাহলে কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে না তাঁকে। অবশ্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা যখন তিনি রেড কার্পেটে হাঁটলেন, সব দ্বন্দ্ব-শঙ্কা যেন উড়ে গেল ফুৎকারে।
ঐশ্বরিয়ার রূপের জৌলুশ আর পোশাকের অনন্যা ছাপিয়ে তাঁর ভাঙা হাতে নজর গেল না কারুর! প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে।
কালো গাউনের সঙ্গে তাঁর ক্যাটস আইলাইনার ও বোল্ড লিপ ছিল এক্কেবারে মানানসই। সোনালি স্টেটমেন্ট দুলও চোখ টানল।
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তাঁর ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি।
এরপর থেকে প্রায় প্রতিবছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। অ্যাশ প্রায় দুই দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেছেন।