হোম > বিনোদন > বলিউড

এক ছবিতে জাভেদ-আশুতোষ-ফারহান

বিনোদন ডেস্ক

ঐতিহাসিক পটভূমিতে ছবি নির্মাণ থেকে আপাতত বিরতী নিয়েছেন আশুতোষ গোয়ারিকর। ফারহান আখতারকে ‘ফরেস্ট রেঞ্জার’ হিসেবে তৈরী করছেন ‘লগান’ ছবি খ্যাত এই পরিচালক। আশুতোষ বলিউড ছবির অন্যতম আলোচিত পরিচালক। আশুতোষের পরবর্তী ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার। অ্যাকশনধর্মী এই ছবিতে ফারহানের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিং-কে। ‘পুকার’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাভেদ আখতার। প্রায় ১৫ বছর পর কোনও ছবির গল্পকার ও চিত্রনাট্যকারের আসনে দেখা যাবে এই কিংবদন্তি ব্যক্তিত্বকে।

জানা গেছে, আশুতোষের এই নতুন ছবির নাম রাখা হয়েছে ‘পুকার’। জঙ্গলকে ঘিরে গল্প। টানটান এক অ্যাকশনধর্মী ছবি হবে ‘পুকার’। ছবিতে এক ফরেস্ট রেঞ্জারের চরিত্রে দেখা যাবে ফারহানকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই মুম্বাইয়ে শুটিং শুরু হবে এই ছবির। আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে, ‘ছত্রীওয়ালি’ ছবির কাজ শেষ করে ফারহানের সঙ্গে এই ছবির সেটে হাজির হবেন রাকুল।

ভারতীয় গণমাধ্যম বলছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জগপতি বাবুকে নাকি ছবির প্রধান ভিলেনের চরিত্রে দেখা যাবে। ‘পুকার’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন এই এই দক্ষিণী তারকা।

ছবিটি প্রযোজনা করছে ফারহানের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। এখন পর্যন্ত এই প্রযোজনা সংস্থার অন্যতম বিগ বাজেট ছবি হতে চলেছে ‘পুকার’।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন