Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

বিয়ের সাজে ফারহান-শিবানী

বিনোদন ডেস্ক

বিয়ের সাজে ফারহান-শিবানী

প্রায় চার বছর প্রেমের পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও মডেল-টেলিভিশন তারকা শিবানী দান্ডেকর জুটি। ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারেন ফারহান-শিবানী। শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দু-একটি ছবি প্রকাশ পেয়েছিল শুধু। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের মধুর সব মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফারহান ও শিবানী।

গত শনিবার ঘরোয়া আয়োজনেই বিয়ে করেন এই তারকা জুটি। জাভেদ আখতারের খান্ডালার পারিবারিক বাসভবনে বিয়ে সারেন তাঁরা। 

 কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান-শিবানী। বিয়ের শপথবাক্যগুলো তাঁরা নিজেরাই লিখেছেন। 

 মা হানি ইরানি ও কাছের মানুষদের সঙ্গে ফারহান। 

 বিয়ের পর দুই পরিবারের সদস্যরা এক সঙ্গে ফ্রেমবন্দী। 

 বিয়ের দিন লাল রঙা ফিশটেল কাটের মারমেইড গাউন পরেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান। 

শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে নাচছেন শিবানী। 

বিয়েতে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। 

ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম লিখেছেন ‘শিবানী দান্ডেকর-আখতার’। 

বিয়েতে দুই কন্যা শাকিয়া ও আকিরার সঙ্গে ফারহান। 

‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক।’

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে