Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

বক্স অফিসে পথ খুঁজে পাচ্ছে না টাইগার-কৃতির ‘গণপথ’

বিনোদন ডেস্ক

বক্স অফিসে পথ খুঁজে পাচ্ছে না টাইগার-কৃতির ‘গণপথ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।

মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।

বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।

‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে।২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ‘হিরোপান্তি’র ৯ বছর পর একসঙ্গে ফিরেছেন টাইগার-কৃতি জুটি।

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি

আত্মবিশ্বাস বেড়েছে ইয়ামির