মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।
বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।