বিনোদন ডেস্ক
জাভেদ আখতারের কোনো ছবি এ দেশে দেখানো যাবে না—এমন হুমকি দিয়েছেন ভারতে মহারাষ্ট্র রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলীয় মুখপাত্র রাম কদম। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় জাভেদ আখতারের কঠোর সমালোচনা করেন ওই বিজেপি নেতা। এরপরই ভারতে জাভেদের ছবির প্রদর্শন বন্ধের হুমকি দেন তিনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের প্রখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমনি আরেক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু—যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও তালেবানের চেয়ে আলাদা নয়।’
হাতজোড় করে জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর।
ক্ষুব্ধ রাম কদম বলেন, ‘আরএসএসের যেসব কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের কাছে তিনি ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না।’