বিনোদন ডেস্ক
ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করে ভারতীয় সিনেমার তারকারা হাজির হন রাষ্ট্রপতি ভবনে। শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একে একে আসতে দেখা যায় অভিনেতাদের।
দক্ষিণ ভারতের তারকা রজনীকান্ত, অক্ষয় কুমারের মতো শিল্পীরা প্রথম দিকেই এসেছিলেন। খানিক পরে সেখানে প্রবেশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁর সঙ্গে দেখা যায় ধনকুবের আম্বানি পরিবারের সদস্যদেরও। অনুষ্ঠানে তাঁদের পাশেই বসেন শাহরুখ।
রজনীকান্ত শপথগ্রহণ অনুষ্ঠানে এসে প্রশংসাসূচক কথা বলেছেন। বিক্রান্ত জানিয়েছেন, গত ১০ বছরে তিনি মোদি সরকারের কাজে যথেষ্ট খুশি। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশির ভাগ তারকা খুশি কি না, তার প্রতিফলন সোশ্যাল মিডিয়ায় অন্তত দেখা যায়নি এ বার।
অনুপম খের, অনিল কাপুর, করণ জোহর, অজয় দেবগনের মতো কয়েকজন শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর পরে ফিল্ম ইন্ডাস্ট্রি ও মোদি সরকারের সমীকরণ কোন খাতে বইবে, তা নির্ধারিত হবে আগামী দিনে।