চলচ্চিত্র থেকে রাজনীতি—সব বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কয়েক বছর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। যার জেরে তাকে দেওয়া হয়েছিল ওয়াই প্লাস নিরাপত্তা। সেসময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, জনগণের করের টাকা কেন কঙ্গনার সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে? এবার যেন তাদের মোক্ষম জবাব দিলেন কঙ্গনা। তিনি জানালেন, বাড়ি ভাঙার ক্ষতিপূরণ চান না তিনি।
সময়টা ২০২০ সাল, মুম্বাইয়ে কঙ্গনা রানাউতের বিলাসবহুল বাড়ির একাংশ ভেঙে দিয়েছিল মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ জারি করার এক দিন পরে কঙ্গনার বাড়ি ও অফিসের একাংশ ভেঙে দেওয়া হয়। তখন কঙ্গনা দাবি করেছিলেন, যেহেতু তাঁর বাড়ি ভাঙা হয়েছে, তাই তিনি ক্ষতিপূরণ পেতে বাধ্য।
কঙ্গনা আরও বলেন, ‘আমি এখন আর কোনো ক্ষতিপূরণ চাই না। কারণ আমার জনতার ট্যাক্সের টাকার দরকার নেই।’
কঙ্গনা আরও জানান, আদালত থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সাধারণ জনগণের কথা ভেবেই নিতে চাননি।