অনলাইন ডেস্ক
১৯৯৫ সালে মুক্তি পাওয়া সুপার-ডুপার হিট সিনেমা ‘করণ অর্জুন’। আগামী সপ্তাহে আরও এক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন রাকেশ রোশন। এই পরিচালককে প্রশ্ন করা হয় নতুন করে সিনেমা তৈরি করতে হলে করণ এবং অর্জুন চরিত্রে তিনি কাকে বেছে নেবেন? স্বাভাবিক ভাবেই অনুরাগীরা এই সিনেমায় আরও একবার শাহরুখ এবং সালমানকেই দেখতে পছন্দ করবেন। উত্তরে তিনি জানান, তিনি দুই চরিত্রে হৃতিক রোশন এবং রণবীর কাপুরকে বেছে নেবেন।
রাকেশ বলেন, ‘আমি সিনেমার রিমেক বা সিক্যুয়েল তৈরি করতে চাই না। যদি করতেই হয়, সে ক্ষেত্রে করণের চরিত্রে হৃতিক রোশন এবং অর্জুনের চরিত্রে রণবীর কাপুরকে বেছে নেব।’
সেই সময় শাহরুখ এবং সালমানকে বেছে নিয়েছিলেন রাকেশ সে কথাও স্পষ্ট করেছেন তিনি। পরিচালক বলেন, ‘সালমানের সুঠাম দেহের কারণে করণ চরিত্রে ওকে পছন্দ হয়। আর ‘কিং আঙ্কল’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলাম এবং ‘ফৌজি’-তে ওকে আমার পছন্দ হয়েছিল।’
‘করণ অর্জুন’ যে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, সে কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন হৃতিক। এই সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি।