কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’