পরিচালক সুজিত সরকারের হাত ধরে রুপালি পর্দায় ফুটে উঠছে বিপ্লবী সর্দার উধম সিংয়ের বায়োপিক। আর সেই ছবির ট্রেলারে নজর কাড়লেন অভিনেতা ভিকি কৌশল। ছবির ট্রেলারে ভেসে উঠেছে ১৯৪০ সালের ব্রিটেন।
ভিকিকে প্রথম দেখাতেই উধম সিংয়ের চরিত্রের জন্য পছন্দ হয়ে গিয়েছিল সুজিত সরকারের। তাছাড়া, ভিকি নিজেও পাঞ্জাবের শিখ পরিবারের ছেলে। তাই সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর কাঁধেও একটা বড় দায়িত্ব রয়েছে। বিপ্লবী হিসেবে ভিকির ফার্স্ট লুক এখন আলোচনায়। ট্রেলারে দেখা যায় ব্রিটেন কিভাবে তাঁর বিপ্লবী কার্যকলাপ, তাঁর উপর ব্রিটিশদের অত্যাচার, জেল হেফাজতে নৃশংস সব দৃশ্য।
তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমা হলে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি। আগামী ১৬ অক্টোবর থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘সর্দার উধম’।