আজ বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘ফাইটার’। বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়ে, একইদিনে মুক্তির কথা শোনা গেলেও শেষ সময়ে এসে পেতে হয়েছে দুঃসংবাদ! শুধু আজ নয়, আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না হিন্দি ছবি ‘ফাইটার’।
আর ছয় দিন পরেই শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না চালানোর অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সদস্যসচিব শাহ আলম কিরনের স্বাক্ষরে ওই চিঠিতে বলা হয়, ‘আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘‘ফাইটার’’ আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গীকার করে একটি অঙ্গীকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি।’
ভাষার মাসে হিন্দি ছবি মুক্তি না দিতে এ সময় অনন্য মামুনের সহযোগিতাও চাওয়া হয় ওই চিঠিতে। এই চিঠির প্রেক্ষিতে আজকের পত্রিকাকে অনন্য মামুন জানান, ‘‘‘ফাইটার’’ বাংলাদেশে আমরা রিলিজ করব না। কারণ ভারতীয় প্রযোজক ৬ দিনের জন্য জন্য এত বড় বাজেটের সিনেমা এখানে সিনেমা মুক্তি দেবেন না। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সড়ে এসেছি।’
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।