হোম > বিনোদন > বলিউড

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

কলকাতা সংবাদদাতা 

সাইফ আলি খান। ছবি: সংগৃহীত

গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে। সাইফ আলি খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সাইফ আলি খানকে চারবার ছুরিকাঘাত করা হয়। হামলার সময় বাড়ির তিনজন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ।

সাইফ আলি খানের ঘনিষ্ঠ সূত্র এক বিবৃতিতে বলেছে, চুরির উদ্দেশ্যে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা করা হয়। হাসপাতালে সাইফের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। বুধবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ বাড়িতে ঢোকার সময় সাইফের ওপর হামলা হয়। কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তাঁরা।

পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্ক শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের ওপর চড়াও হন ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। হাসপাতালে আনার সময় পিঠে ধারালো কিছু গেঁথে ছিল।

অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি ‘দেবারা পার্ট ১’ ছবিতে অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যরা। এটি তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

দাবানলে আটকে পড়ার অভিজ্ঞতা জানালেন নোরা

‘দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হতো’, বিস্ফোরক মন্তব্যে বিতর্কে সঞ্জয় দত্ত

নতুন বছরে মক্কায় শাহরুখ-গৌরী, ভাইরাল ছবিটির নেপথ্যে

বছরে একটি-দুটি সিনেমা করার পরামর্শ, প্রতিক্রিয়ায় যা বললেন অক্ষয় কুমার

মদ ছুঁয়েও দেখেন না সোনু, তবুও নাছোড়বান্দা সালমান

সেকশন