বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে আগামীকাল রোববার সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী পরিণীতি।
ইতিমধ্যে হবু বর-কনে পরিবারের সদস্যদের সঙ্গে পৌঁছে গেছেন উদয়পুরে। হোটেল তাজ লেস প্যালেস থেকে বরযাত্রী রওনা দিয়ে আসবে লীলা প্যালেসে। সেখানেই হবে বিয়ে। আর এই বিগ ফ্যাট পাঞ্জাবি বিয়েকে ঘিরেই এখন সাজো সাজো রব পড়ে গেছে দুই হোটেলেই।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়েহলুদের শুভলগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হলো এদিন। আর আসর জমল হিট পাঞ্জাবি গানে। বলিউড থেকে মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্ম কুমারীরা হাজির হয়েছেন উদয়পুরে।
রাগ-নীতির বিয়েতে উপস্থিত থাকবেন দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা। থাকবেন আরও একাধিক ব্যক্তি। আর তাই এই হাইপ্রোফাইল বিয়ের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রাঘব-পরিণীতির বিয়ের জন্য রাখা হয়েছে আঁটসাঁট নিরাপত্তা। কঠিন নিয়ম মেনে চলতে হবে হোটেল স্টাফদের। যাঁরাই এ বিয়েতে আসবেন, তাঁদের সম্পূর্ণ স্ক্যান করে প্রবেশ করানো হবে। আগামী তিন দিনের মধ্যে কোনো হোটেল কর্মী বাইরে বেরোতে পারবেন না। নিরাপত্তার দায়িত্বে থাকবে ১০০ জন সিকিউরিটি গার্ড।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। বিয়ের অনুষ্ঠান যেন কেউ ক্যামেরাবন্দী করতে না পারেন, সে কারণে প্রত্যেক অতিথির মোবাইল ফোনের ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে বিশেষ ধরনের নীল টেপ।
এরপর গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।