হোম > বিনোদন > বলিউড

আম্বানিদের অনুষ্ঠানে এক মঞ্চে তিন খান

বিনোদন ডেস্ক

আম্বানি পরিবারের অনুষ্ঠানকে অনুষ্ঠান না বলে উৎসব বলা যায়। গুজরাটের জামনগরে ১ মার্চ থেকে চলছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের এলাহি আয়োজন। প্রথম দিনে সেখানে পারফর্ম করেছেন আন্তর্জাতিক পপ তারকা রিয়ান্না। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নিলেন বলিউডের তিন খান। এদিন এক মঞ্চে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমিরকে। শুধু তা-ই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তিনজন। একে অন্যের সিগনেচার স্টেপও করলেন একসঙ্গে।

এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। দুজনেই পরেছিলেন আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা। আর আমির খান পরেছিলেন সবুজ কুর্তা। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও অনলাইনে ভাইরাল। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ গানের তালে তাঁরা নেচেছেন। তাঁদের সঙ্গে মঞ্চে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণকেও দেখা গেছে।

‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, এরপর আমির, পরে শাহরুখ নিজেদের সিগনেচার স্টাইলে নেচেছেন। যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাঁকে অনুসরণ করেন। নাটু নাটু ছাড়াও এদিন ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি কারোগি’ থেকে ‘টাওয়াল ড্যান্স’, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তী’র ‘মাস্তি কি পাঠশালা’ গানের স্টেপে নাচতে দেখা যায় তাঁদের। 

তিন খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে এই অনুষ্ঠানে দেখা গেছে। এঁদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই অনুষ্ঠানে এসেছিলেন।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন