Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

অনন্ত-রাধিকার বিয়েতে বচ্চন পরিবারকে এড়িয়ে চললেন ঐশ্বরিয়া

অনন্ত-রাধিকার বিয়েতে বচ্চন পরিবারকে এড়িয়ে চললেন ঐশ্বরিয়া

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান থেকে বিয়ে—কয়েক মাস ধরে আলোচনায় আম্বানি পরিবার। বিশ্বের বড় বড় তারকা থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী—আম্বানির ডাকে এক হয়েছিলেন সবাই। গতকাল শুক্রবার বিয়ের অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এদিন বিয়ের আসরে সপরিবার আসেন অমিতাভ বচ্চন। কিন্তু পরিবারের বাকিরা একসঙ্গে থাকলেও পুরো আয়োজনে তাঁদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও আরাধ্যকে।

ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতনি নব্য নভেলি নন্দাসহ পুরো পরিবার নিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন হাজির হন রাধিকা-অনন্তর বিয়ের রেড কার্পেটে। ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। সবাই সেজেছিলেন সোনালি রঙের পোশাকে। মেয়ে শ্বেতাও পরেছিলেন গোলাপি ও সোনালি রঙের লেহেঙ্গা। অন্যদিকে, জয়ার পরনে ছিল সোনালি জরির কাজ করা লাল-কালো শাড়ি।

পুরো পরিবার একসঙ্গে থাকলেও এদিন অনুষ্ঠানে আলাদা করে মেয়ের হাত ধরে এসে হাজির হন ঐশ্বরিয়া। পাপারাজ্জির সঙ্গে মেয়েকে নিয়ে পোজও দিয়েছেন অভিনেত্রী। পুরো অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন তিনি।

ঐশ্বরিয়া ও আরাধ্য। ছবি: সংগৃহীতসোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল ঐশ্বরিয়ার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন তিনি। অন্যদিকে, মেয়ে আরাধ্য পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট। তাঁদের আলাদা করে আসা বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জনকে আরও যেন উসকে দিল।

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

নিজের নামে মন্দিরের দাবি, ঊর্বশীকে নিয়ে সমালোচনার ঝড়

সংগীতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সতর্ক করলেন এ আর রাহমান

গুজরাট থেকে সালমানকে হুমকিদাতা যুবক আটক

শাহরুখ–সালমানরা কি নামাজ–রোজা করেন, যা জানালেন ফারাহ খান

আমি আর নেহা কাক্কারের বোন নই, সোনুর পোস্ট

কৃষ ফোরে হৃতিকের সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে যে অভিনেত্রীদের একাধিক প্রেম হলো, বিয়েথা করলেন না

মারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার

বাধার মুখে ফাওয়াদ-বাণীর ‘আবীর গুলাল’