বলিউড ভাইজান সালমান খানের প্রেমিকার দীর্ঘ তালিকায় সবশেষ নাম ইউলিয়া ভান্তুর। রোমানিয় এই টিভি তারকার জন্মদিন ছিল রোববার (২৪ জুলাই)। বিশেষ দিনটিতে খান পরিবারের সঙ্গে কেক কেটে জমজমাট জন্মদিন উদ্যাপন করেন ইউলিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের ঝলক শেয়ার করেছেন ইউলিয়া। কেক কাটা অনুষ্ঠানের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। এতে দেখা গেছে কেক কাটার সময় সালমানকে বার্থডে গার্লের পাশেই দেখা মিলেছে। দুজনেই কালো রঙের পোশাক পরেছেন। সালমানের ভাই সোহেল খান, বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা, সুরকার সাজিদও তাঁদের পার্টিতে যোগ দিয়েছিলেন।
জন্মদিন উদ্যাপনের একটি ছবি শেয়ার করে অভিনেতা আয়ুষ শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘ইউলিয়া তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব সময় এমন হাসতে থাকো এবং আনন্দ ছড়িয়ে দাও।’