Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

কথিত প্রেমিকার জন্মদিন উদ্‌যাপন করলেন সালমান

বিনোদন ডেস্ক

কথিত প্রেমিকার জন্মদিন উদ্‌যাপন করলেন সালমান

বলিউড ভাইজান সালমান খানের প্রেমিকার দীর্ঘ তালিকায় সবশেষ নাম ইউলিয়া ভান্তুর। রোমানিয় এই টিভি তারকার জন্মদিন ছিল রোববার (২৪ জুলাই)। বিশেষ দিনটিতে খান পরিবারের সঙ্গে কেক কেটে জমজমাট জন্মদিন উদ্‌যাপন করেন ইউলিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের ঝলক শেয়ার করেছেন ইউলিয়া। কেক কাটা অনুষ্ঠানের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। এতে দেখা গেছে কেক কাটার সময় সালমানকে বার্থডে গার্লের পাশেই দেখা মিলেছে। দুজনেই কালো রঙের পোশাক পরেছেন। সালমানের ভাই সোহেল খান, বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা, সুরকার সাজিদও তাঁদের পার্টিতে যোগ দিয়েছিলেন।

জন্মদিন উদ্‌যাপনের একটি ছবি শেয়ার করে অভিনেতা আয়ুষ শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘ইউলিয়া তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব সময় এমন হাসতে থাকো এবং আনন্দ ছড়িয়ে দাও।’

কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরের জন্মদিন উদ্‌যাপন করলেন সালমানগত কয়েক বছর ধরে চর্চায় সালমান-ইউলিয়ার প্রেম। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি দুই তারকার কেউই। প্রায়ই দুজনকে বিভিন্ন পার্টি এবং পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। 

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ