বিনোদন ডেস্ক
প্রথমে আমির খান, তারপর রণবীর সিং—ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আগে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে বলিউড অভিনেতাদের ডিপফেক ভিডিও। সেসব ভিডিওতে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে আমির-রণবীরদের। যে রণবীরকে কখনো দেখা যায়নি রাজনীতিতে, সেই অভিনেতাই কি না লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! প্রথমে হতবাক হয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! সেই পরিপ্রেক্ষিতেই নাজেহাল রণবীর সিং এবার দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।
অভিনেতার অভিযোগের পর আজ সোমবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। রণবীর সিংয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।’
সম্প্রতি মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য বারাণসিতে গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজাও দেন। আর গত বৃহস্পতিবার সেখান থেকেই তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে যায়।