বলিউড তারকা সালমান খান বরাবরই রসিক। সেটা তাঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখলেই টের পাওয়া যায়। এমনিতে খুব বেশি সাক্ষাৎকার দেন না তিনি। তবে যেখানে মুখ খোলেন, জমিয়ে দেন একেবারে।
১৯৯২ সালের একটি সাক্ষাৎকারে এমনই এক বোমা ফাটিয়েছিলেন সালমান। কানাডায় স্টেজ শো করতে গিয়েছিলেন। সেখানে এক টিভি চ্যানেলের শোয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
উপস্থাপিকা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘এটা কি সত্যি যে আপনার কাছে সব সময় গোপন ক্যামেরা থাকে, যা দিয়ে আপনি দর্শকদের ছবি তোলেন?’
এমন প্রশ্নের মুখে পড়ে মোটেই অপ্রস্তুত হননি সালমান। খুব স্বাভাবিক ভঙ্গিতে টি-শার্টের ভেতর থেকে একটি লকেট ঝোলানো চেইন বের করে দেখিয়ে দেন, ‘হ্যাঁ, এই তো সেই ক্যামেরা, এর মধ্যেই আছে।’
কিন্তু পাঠানোর জন্য তো ঠিকানা দরকার পড়ে। ওই নারীদের ঠিকানা কোথায় পান সালমান? ওই সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর হাসিমুখে এড়িয়ে গিয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ইদানীং পুরোনো এই সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।
দেখুন সালমান খানের সেই সাক্ষাৎকার:
সালমান খান সম্পর্কিত আরও পড়ুন: