হোম > বিনোদন > বলিউড

জীবনের সবচেয়ে কঠিন সিনেমার নাম জানালেন প্রীতি

বিনোদন ডেস্ক

লম্বা বিরতির পর ফের কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সদ্যই শেষ করেছেন সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে জানালেন এটা তাঁর ক্যারিয়ারের সব থেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।

এদিন প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার চিত্রনাট্যের ঝলক। তার পরই ফুটে ওঠে এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা গেছে।

এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লিখেছেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ সিনেমার শুটিং। আমি সিনেমার পুরো কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ, এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি আপনারা বেশ উপভোগ করবেন, ঠিক যতটা আমরা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম সিনেমা।’

তিনি এদিন আরও লিখেছেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, এ আর রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

‘লাহোর ১৯৪৭’-এর পর আবারও প্রীতি জিনতাকে বড় পর্দায় দেখা যাবে। এতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর ঘোষণা এসেছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন