হোম > বিনোদন > বলিউড

ভিকি-সারার বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক

ইন্দোরের এক বাসিন্দা পুলিশে অভিযোগ জানিয়েছেন ভিকি কৌশলের নামে। কিছুদিন আগেই সেখানে শুটিং করতে গিয়েছিলেন ভিকি আর সারা। একটা ছবিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছিল ইন্দোরের রাস্তায় মোটরবাইক চালাচ্ছেন অভিনেতা। আর পেছনে আছেন সাইফ আলী খানের মেয়ে সারা।

গাড়ির অবৈধ নম্বরপ্লেট ব্যবহার করার অভিযোগ এনেছেন ওই বাসিন্দা। জয় সিং যাদব নামের ওই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শুটিংয়ে গাড়ির জন্য যে নম্বর ব্যবহার করা হয়েছে, তা আমার। আমি জানি না সিনেমার টিমের কাছে এই খবর আছে কি না, তবে এটা বেআইনি। আমার অনুমতি নিয়ে তাঁদের ওই নম্বরপ্লেট ব্যবহার করা উচিত ছিল। আমি এই নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছি। আশা করি খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’

ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘হ্যাঁ, আমাদের কাছে এ রকম অভিযোগ জমা পড়েছে। আমরা দেখব অবৈধভাবে নম্বরপ্লেটটি ব্যবহার করা হয়েছিল কি না! মোটরবাইক অ্যাক্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যদি সিনেমার টিম বর্তমানে ইন্দেরোই থাকে, তবে তাদেরকে এই নিয়ে জিজ্ঞাসাবাদও করা হবে।’

মাঝে বেশ কিছুদিন ইন্দোরে শুটিং করেছে এই জুটি। ছবির নাম এখনো সামনে না আনা হলেও মনে করা হচ্ছে, লক্ষ্মণ উতেকরের পরিচালনায় কোনো রোমান্টিক ড্রামার কাজ চলছে। এই প্রথম জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান ও ভিকি কৌশল।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন